ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫

ভাষাসংগ্রামী মফিজ আলীর মৃত্যুবার্ষিকী আজ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৫, ১০ অক্টোবর ২০২০

ভাষাসংগ্রামী, রাজনীতিবিদ, লেখক ও সাংবাদিক মফিজ আলীর ১২তম মৃত্যুবার্ষিকী আজ। 

বাম এই রাজনৈতিক নেতা ভাষা আন্দোলন, বালিশিরাসহ বিভিন্ন কৃষক আন্দোলন, চা শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দেন। তিনি ছিলেন একাধারে লেখক-সাংবাদিক ও শিক্ষক।

দুর্ঘটনায় ২০০৮ সালের ১০ অক্টোবর তিনি মারা যান। তিনি ইত্তেফাকের কমলগঞ্জ প্রতিনিধি নুরুল মোহাইমীন মিল্টনের বাবা।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে সকাল ১০টায় ধুপাটিলায় তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। 

এ ছাড়া আলোচনা সভা ও পারিবারিক উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মফিজ আলী বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় সহসভাপতি, মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) কেন্দ্রীয় সদস্য ছিলেন। 
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি